Bindubisargo ৷ বিন্দুবিসর্গ

₹ 468 / Piece

₹ 550

15%

Whatsapp
Facebook

Author

Debatosh Das

Specifications

BindingHardcover
BrandKetabe
GenreThriller
CategoryNovel

'হিন্দুত্বের ধ্বজাধারী তোরা, রামকে নিয়ে ভুলভাল বুঝিয়ে পলিটিক্যাল ব্যবসা আর চলবে না মিঃ নীলকণ্ঠ এলিয়াস অদ্বৈত –' বিলু স্বমহিমায়।
'এতো অগভীর নয় হিন্দুত্ব যে এসব প্রলাপে ধসে যাবে!' নীলকণ্ঠ শান্ত।
'হিন্দুত্ব ধসবে না, তোরা হিন্দুত্বের কারবারিরা ধসবি!'
'হিন্দুত্ব গোটা ভারতবর্ষ, কাশ্মীর থেকে কন্যাকুমারিকাকে এক সুতোয় গেঁথে রেখেছে। গত হাজার বছর ধরে ভারতীয় সভ্যতাকে বিদেশিরা বলাৎকার করেছে, এর অঙ্গচ্ছেদ করেছে – গ্রীক, রোমান, ইজিপশিয়ান, স-ব অ্যানশেন্ট সভ্যতা বহুদিন ধ্বংস। একমাত্র প্রাচীন সভ্যতা হিসেবে সিন্ধু সভ্যতা – আজ যার নাম হিন্দু সভ্যতা – কেবল টিকে আছে। কিন্তু আজ সে -ও ধ্বংসের মুখে। প্রতিটা হিন্দুর দায়িত্ব, আজ জাগ্রত হয়ে সেই বিদেশি শত্রুর বিরুদ্ধে অস্ত্র হাতে দাঁড়ানো। ভারতের গৌরবকে রক্ষা করা।'
আবার শান্তস্বরেই নিজের ভাবনা জানায় নীলকণ্ঠ। বিলু পাত্তা দেয় না।
'আবার বাতেলা!'
'তুই কবীরের এসব প্রলাপ সত্যি বিশ্বাস করিস বিলু?'
'আলবাৎ করি! আর সিন্ধু সভ্যতার সঙ্গে হিন্দু সভ্যতাকে এক করিস না! তোকে এতক্ষণ তাহলে আমি কী বললাম? কোথায় সনাতন প্রাচীন সাম্যবাদী সমাজ আর কোথায় হিন্দুযুগের জাতপাতের সমাজ, স্পৃশ্য-অস্পৃশ্যের সমাজ! দুটো সম্পূর্ণ বিপরীত সমাজ।'
'কবীরের তত্ত্ব বোগাস! ট্র্যাশ!'
'আর তোদের এই হিন্দুত্ব উচ্চবর্ণের হিন্দুত্ব! ধ্বংসের মুখে যদি কেউ পড়ে থাকে সে হল বর্ণহিন্দু, তার আধিপত্য! এই হিন্দুত্বের রিসারজেন্স মানে আপার কাস্ট হিন্দুর রিসারজেন্স।' বিলু গর্জনশীল।
'ইটস টু মাচ বিলু! সকলেই জানে সিন্ধু নদের বেসিনে যে সভ্যতা, যে দেশ – সেটা হিন্দুদের দেশ। এখানে সবাই হিন্দু। ইন্ডাস। হিন্দু আর ইন্ডাস বা পরে ইন্ডিয়া সবই এসেছে সিন্ধু শব্দ থেকে। এ তো সব পণ্ডিতই মেনে নিয়েছে!'
টিভির দিকে কয়েক পলক তাকায় বিলু। নিমেষে ফিরে আবার শুরু করে তর্কের দাপট।
'এটা অনুমান! সব পণ্ডিত মেনে নিলেই অনুমান ধ্রুবসত্য হয়ে যায় না নীলু! তাছাড়া হিন্দু শব্দ দিয়ে তো কোনো নির্দিষ্ট ধর্মকে চিহ্নিত করেননি তাঁরা। পারসিয়ানরা একটা ভৌগোলিক অঞ্চলকে, একটা ভূখণ্ডকে চিহ্নিত করেছিল। তাকে কীভাবে একটা নির্দিষ্ট ধর্মের মোড়কে মুড়ে ফেলা হল!'
'হিন্দুত্ব কোনো নির্দিষ্ট ধর্ম নয় তো! আমাদের শরীরে যেমন স্পাইনাল কর্ড, তেমনই হিন্দুত্বও একটা স্পাইনাল কর্ড যা গোটা ভারতবর্ষের যোগসূত্র। যার ফলে কাশ্মীরি ব্রাহ্মণের দুর্দশায় কাঁদে মালাবারের নায়ার।'
'ব্রাহ্মণের দুঃখে ব্রাহ্মণ কাঁদে, তার সঙ্গে হিন্দুত্বের কী সম্পর্ক!'
শ্লেষ এবার বিলুর গলায়। নীলকণ্ঠের ঠোঁটে আলগা হাসি।
'হিন্দুত্ব হিন্দুইজমের থেকেও অনেক বড়। এটা ইতিহাস।'
'বিনায়ক দামোদর সাভারকর। যে বই থেকে মুখস্থ বলছিস, পড়া আছে আমার। 'হিন্দুত্ব' বাই বি ডি সাভারকর। ওটা আপার কাস্ট হিন্দুত্ব! আসল হিন্দুত্বের সঙ্গে কোনো সম্পর্ক নেই।'
'এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না বিলু!'
'যাকে হীন বানানো হয়েছে সেই অন্তেবাসী শূদ্রই হিন্দু। তাদের দেশই হিন্দুস্থান -'
'সে আবার কী?' অবাক নীলকণ্ঠ।
'be-hind, hind, hindrance প্রভৃতি hin-যুক্ত শব্দগুলো একই 'হীন' গোত্রের শব্দের ইউরোপিয় উত্তরসূরি।'
'মানে?'
'সোজা কথা - হীন শব্দ ইওরোপে গিয়ে hin হয়েছে - এই তথ্য পাওয়া যায় শব্দের জিন-আর্কিয়োলজি রিসার্চ থেকে - ' বিলুর স্বর শান্ত।
'কী বলছিস তুই? তার মানে হীন থেকে হিন্দু? এটা অনুমান নয়?'
'হ্যাঁ এটা এখনও অনুমানের স্তরে – সিদ্ধান্ত নয়। কিন্তু প্রাথমিক প্রমাণ পাওয়া গেলে অনুমান ক্রমশ সিদ্ধান্তের দিকে যায় – তবে আরও কিছু প্রমাণ অবশ্যই চাই – তবে মনে রাখিস সব প্রমাণ লুকিয়ে আছে ভাষায়!'
'কীসের প্রমাণ? এ তো নির্জলা অনুমান!'
'মধ্যযুগের ইউরোপও তার নিজের দেশের একদল লোককে hind নাম দিয়েছিল, যাদের অবস্থা আমাদের হিন্দুযুগের শূদ্রের সঙ্গে মিলে যায়। তারা মাঠে বা hinterland-এ থাকে অর্থাৎ অন্তেবাসী। সেই হিন্টারল্যান্ডে মালিকের শস্য পাহারা দিয়ে তাদের সারাজীবন কেটে যায়। তারা দাস। ক্রীতদাস। স্লেভ। আমাদের এখানে এরা কেবল শূদ্র নয়, শূদ্রের শূদ্র! গান্ধীর ভাষায় হরিজন। এখন যাদের বলে দলিত।'
কোনও উত্তেজনা নেই বিলুর গলায়। কিন্তু উত্তেজনা প্রশমন করতে পারে না নীলকণ্ঠ।
'কী বলছিস তুই বুঝে বলছিস বিলু!'
'দলিত ভারতবর্ষ জাগছে বলছিলি না? সত্যি জাগছে! কবীরের ভাবনাটা পুরো প্রকাশ হলে ভারতবর্ষের দলিত ইতিহাস জাস্ট বদলে যাবে! কেন যুগের পর যুগ তারা দলিত, কেন বর্ণহিন্দুদের গুয়ের টিন সারা জীবন মাথায় বইতে হয়, কেন অকথ্য অত্যাচার তাদের সইতে হয় – সব জানা যাবে ! কী বলিস, এর পলিটিক্যাল ভ্যালু নেই? বিশাল ভ্যালু! এইটুকুই আমার ইন্টারেস্ট – নাথিং এলস !'
দলিত ভারতবর্ষ নিয়ে আরও কিছু ইশারা দেয় বিলু। মিডিয়ার ভাষায় বিস্ফোরক ইশারা। তারপর স্মিত মুখে একটু জল খায়।
নিচু হয়ে দুদিকে মাথা ঝাঁকায় নীলকণ্ঠ। এইসব ভয়ানক তত্ত্ব তার মেনে নেওয়ার প্রশ্নই নেই।
'এখনই অ্যাতো মাথা খারাপ করবেন না নীলুবাবু, ইয়ে তো আভি ট্রেলার হ্যায়, পুরা ফিল্ম যো বাকি হ্যায় বস্‌! সবটা শুনলে তো তুই পাগল হয়ে যাবি –'
'আগুন নিয়ে খেলছিস বিলু!'
'আগুন তো অনেক কম বললি, আগ্নেয়গিরি বল! আস্ত একটা ভিসুভিয়াস! লাভা উদ্গীরণ শুরু হলে অনেক কিছু জাস্ট ছাই হয়ে যাবে!'


Reviews and Ratings

StarStarStarStarStar
StarStarStarStarStar

No Customer Reviews

Share your thoughts with other customers